প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2025 ইং
নওগাঁয় মোটরসাইকেল–চার্জার ভ্যান সংঘর্ষে যুবক নিহত, আহত ১

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের সংঘর্ষে হাবিবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী আবু মুছা (২৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ধামইরহাট–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পিড়লডাঙ্গা নয়াপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের সাতআনা গ্রামের ইয়াসিন আলীর ছেলে। আহত আবু মুছা একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে বাজার থেকে বাড়ির পথে ফেরার সময় মোটরসাইকেলটি একইমুখী একটি চার্জার ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে চালক হাবিবুর ও আরোহী আবু মুছা গুরুতর আহত হন। উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে হাবিবুরের মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত হাবিবুর ধামইরহাট নিমতলী বাজারে কসমেটিকস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। আহত আবু মুছার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলছে।
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫